বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বেলা ১২টার দিকে আমবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ তলা নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ।
প্রতিমন্ত্রী বলেন, কেরানীগঞ্জে বিসিক শিল্প নগরীতে গ্যাস সংযোগ দেওয়ার জন্য ১৮০০ কোটি টাকা ব্যায়ে গ্যাসের নতুন লাইন স্থাপন করা হচ্ছে। আগামী দুই মাসের মধ্যে এ লাইন থেকে শিল্প গ্যাস সংযোগ দেওয়া শুরু হবে। বুড়িগঙ্গা পাড়ে আর কোনো ওয়াশিং ডায়িং প্লান্ট থাকবে না। সকল প্লান্ট বিসিক শিল্প নগরীতে স্থানান্তর করা হবে।
আগানগর ইউপি সদস্য আনোয়ারার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহে এলিদ মাইনুল আমীন।
এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা শিক্ষা কর্মকর্তা মাজেদা সুলতানা, উপজেলা প্রকৌশলী শাহজাহান আলী, আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ্ খুশী, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগ সভাপতি মাহমুদ আলম, আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর আসাদ হোসেন টিটু, সাধারণ সম্পাদক জাকির আহমেদ, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এইচ এম মেহেদী হাসান, দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মিরাজুর রহমান সুমন ও সাধারণ সম্পাদক রমজান আলী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
এনটি