ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে বসুন্ধরা এলপি গ্যাসের ক্যাম্পেইন  

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
সিলেটে বসুন্ধরা এলপি গ্যাসের ক্যাম্পেইন   সিলেটে বসুন্ধরা এলপি গ্যাসের ক্যাম্পেইন-ছবি-বাংলানিউজ

সিলেট:  ‘এলপি গ্যাস ব্যবহারের প্রশিক্ষণ নিন, নিরাপদ থাকুন প্রতিদিন’ স্লোগানে সিলেটে গৃহিনীদের নিয়ে বসুন্ধরা এলপি গ্যাসের ‘নিরাপদ নিবাস’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 

জেলা, উপজেলা পর্যায়ে বসুন্ধরা এলপি গ্যাসের পক্ষ থেকে 'নিরাপদ নিবাস' নামে চতুর্থবারের মতো দেশব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু হয়েছে।  

যথাযথ ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে বসুন্ধরা এলপি গ্যাস দেশব্যাপী গৃহিনীসহ সংশ্লিষ্টদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে।

 

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ১১টা থেকে দিনব্যাপী নগরীর একটি অভিজাত হোটেলে ১০০ জন গৃহিনীর অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মশালায় প্রতিনিধিত্ব করেন বসুন্ধরা এলপিজি' র হেড অফ ডিভিশন সেলস মীর টিআই ফারুক রিজভী। বিশেষ অতিথি ছিলেন চিত্রনায়িকা পপি।  

কর্মশালায় ফারুক রিজভী বলেন, বাংলাদেশে বসুন্ধরা এলপি গ্যাস কর্পোরেট দায়বদ্ধতা থেকে এ ধরনের কর্মশালার আয়োজন করে চলেছে। ইতোমধ্যে দেশের ৩৫টি জেলায় এ কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। মাগুরা, সাতক্ষীরা, বাগেরহাট, ময়মনসিংহ, কক্সবাজার, ঢাকাসহ সব জেলা, উপজেলায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।  

তিনি বলেন, বসুন্ধরা এলপি গ্যাস সিলিন্ডার ল্যাবরেটরিতে বিভিন্ন ধাপে পরীক্ষা-নিরীক্ষার পর বাজারজাত করা হয়, ফলে এর সিলিন্ডারের সর্বোত্তম সুরক্ষা নিশ্চিত করা হয়। তিনি এলপি গ্যাসের পরিচিতি, বৈশিষ্ট্য, নানা তথ্য-উপাত্ত, গ্যাসের চুলা ব্যবহারে সাবধানতার কৌশল ইত্যাদি সচিত্র বিবরণ উপস্থাপন করেন।  

গৃহিনীদের উদ্দেশে চিত্রনায়িকা পপি বলেন, বসুন্ধরা এলপি গ্যাসের উদ্যোগে নারীদের নিয়ে এ ধরনের সচেতনতামূলক আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। দেশব্যাপী গৃহিনীদের দৃষ্টান্তমূলক স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এ ক্যাম্পেইনের সার্থকতা প্রতিফলিত হয়।  

কর্মশালায় উপস্থিত থেকে র‌্যাফেল ড্র বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি।

অনুষ্ঠানে বসুন্ধরা এলপি গ্যাসের পক্ষে সেলস অ্যান্ড অ্যাক্টিভেশনস টিমের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় পরিবেশক, স্থানীয় কাউন্সিলর ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। র‌্যাফেল ড্র আপ্যায়ন ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আনুষ্ঠান শেষ হয়।  

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
এনইউ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।