বুধবার (১৭ জানুয়ারি) ডিএনসিসি’র জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ডিএনসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় মূল্য তালিকা না থাকা এবং পণ্যের ওপর আমদানিকারকের নামা না থাকায় গুলশান-১ আলমাস ডিপার্টমেন্টাল স্টোরকে ৫০ হাজার টাকা, সর্বোচ্চ খুচরা মূল্যের (এমআরপি) অতিরিক্ত মূল্যে বিক্রয়, স্টাফ ফিটনেস না থাকা ও অস্বাস্থ্যকর উপায়ে খাবার সংরক্ষণের অপরাধে হেরফি রেস্টুরেন্টকে ১ লাথ টাকা এবং বনানী-১১ অলিভ গার্ডেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া আমদানী করা পণ্যের গায়ে বিএসটিআই’র অনুমোদন না থাকা এবং অস্বাস্থ্যকর উপায়ে খাবার সংরক্ষণের অপরাধে বনানী-১১ গৌরমেট বাজারকে ৫০ হাজার টাকা, পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা এবং খাদ্যদ্রব্য সঠিকভাবে প্যাকেজিং না করায় প্রিমিয়ার সুইটসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ওই ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ডিএনসিসি’র ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
জিপি