বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে পিরোজপুর সার্কিট হাউজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সেতাফুল কিশোরগঞ্জ জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা থাকাকালে অসৎ উদ্দেশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অননুমোদিত এলএ-কেস (ভূমি অধিগ্রহণ মামলা) এর বিপরীতে সরকারের নগদ পাঁচ কোটি টাকা আত্মসাৎ করেন।
এ অভিযোগের পরিপ্রেক্ষিতে বিকেলে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহের সহকারী পরিচালক রাম প্রসাদ মণ্ডল বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
দুর্নীতি দমন কমিশনের বরিশাল বিভাগীয় কার্যালয় ও বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত বিশেষ টিমের সদস্যরা তাকে গ্রেফতার করে।
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
এসজে/আরবি/