ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে জুয়ার প্যান্ডেলে আগুন, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
গাজীপুরে জুয়ার প্যান্ডেলে আগুন, আটক ১ জুয়ার প্যান্ডেলে ভ্রাম্যমাণ আদালতের আগুন

গাজীপুর: গাজীপুরের রাজেন্দ্রপুরে অভিযান চালিয়ে জুয়া খেলার প্যান্ডেল পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় এক জুয়াড়ি আটকের পরে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসক (ডিসি) ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীরের নির্দেশে এ অভিযান চালানো হয়।

অভিযানে গাজীপুরের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম কুদরত-এ খুদা’র নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মিয়া, ইসতিয়াক আহমেদ, জোবের আলম ও কাউছার আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

বিএম কুদরত-এ খুদা বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ব্যাটালিয়ন আনসার সদস্যদের সহযোগিতায় ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় জুয়া খেলার মালামালসহ প্যান্ডেল পুড়িয়ে দেওয়া হয়।  

আজিজুল ইসলাম নামে এক জুয়াড়িকে আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান বিএম কুদরত-এ খুদা।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
আরএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।