বুধবার (১৭ জানুয়ারি) দণ্ডপ্রাপ্ত পলাতক থাকায় তার অনুপস্থিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন এ রায় দেন। আসামি মোতাহার হোসেন বরিশাল নগরের অক্সফোর্ড মিশন রোডের বাসিন্দা আদম আলীর ছেলে।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) গিয়াস উদ্দিন কাবুল বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ২০১৪ সালের ২৩ ডিসেম্বর মোতাহারের বাসা থেকে ২৮ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে র্যাব-৮ এর সদস্যরা।
এ ঘটনায় ওই দিনই র্যাব-৮ এর ডিএডি মশিউর রহমান বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। ২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি মোতাহারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন সংশ্লিষ্ট থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মন্নান।
মামলায় চার জনের সাক্ষ্য শেষে আদালতের বিচারক বুধবার এ রায় দেন বলেও জানান পিপি গিয়াস উদ্দিন কাবুল।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
এমএস/জিপি