জানুয়ারি মাসেই তার মিয়ানমার যাওয়ার কথা ছিল। কিন্তু দেশের প্রতিনিধিরা রাজী হয়নি।
এর আগে তিনি ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ এসেছিলেন। এবার থাকবেন সাতদিন।
সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, সফরের পুরোটা সময়ই তিনি কাটাবেন কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে।
ইয়াংহি লি পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলি ও পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গেও সাক্ষাৎ করবেন। বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত ১০ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।
বাংলাদেশ সময়: ২৩০৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
কেজেড/আরএ