ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ঢাকায়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ঢাকায়

ঢাকা: রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মানবিক পরিস্থিতি সরেজমিনে দেখতে বুধবার (১৭ জানুয়ারি) রাতেই ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত (র্যাপির্টিয়ার) ইয়াংহি লি।

জানুয়ারি মাসেই তার মিয়ানমার যাওয়ার কথা ছিল। কিন্তু দেশের ‍প্রতিনিধিরা রাজী হয়নি।

রাত ১২টার ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও তিনি আগেই চলে এসেছেন বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র।

এর আগে তিনি ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ এসেছিলেন। এবার থাকবেন সাতদিন।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, সফরের পুরোটা সময়ই তিনি কাটাবেন কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে।

ইয়াংহি লি পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলি ও পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গেও সাক্ষাৎ করবেন। বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত ১০ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।

বাংলাদেশ সময়: ২৩০৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
কেজেড/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।