ঢাকা: গাজীপুরের টঙ্গীতে চাঞ্চল্যকর জোড়া খুন মামলার প্রধান আসামি এবং মূল পরিকল্পনাকারী হুমায়ুনসহ পাঁচজনকে গ্রেফতার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১) সদস্যরা।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, বুধবার (১৮ জানুয়ারি) দিনগত রাতে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে ওই আসামিদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে দু'টি বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এ বিষয়ে বেলা ১১টার দিকে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
এসজেএ/এএটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।