ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ২ 

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
কেরানীগঞ্জে হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ২  এখানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে হোটেলের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন আলী (২৫) ও হাবিব (৩৫) নামে হোটেলের দুই কর্মচারী। 

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কদমতলী গোল চত্বর এলাকার খাবার বাড়ি নামে একটি হোটেলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।  

অগ্নিদগ্ধ দু’জনকে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

হোটেলের ব্যবস্থাপক মো. রাজু বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।  

এ ব্যাপারে হোটেলের মালিক বিপ্লব বাংলানিউজকে বলেন, কাজের সময় অসতর্কতার কারণে এ ঘটনা ঘটেছে। আহত দুই কর্মচারীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আসরাফুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। গ্যাসের লাইনে লিকেজ থাকায় চুলা জ্বালানো সময় বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  

তিনি আরও বলেন, হাবিবের শরীরের ৪৮ শতাংশ ও আলীর ১৮ শতাংশ পুড়ে গেছে।  

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।