বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় দৌলতপুর ও দুপুর ২টায় খালিশপুর জুট মিলের শ্রমিকরা কাজে যোগ দেন।
দৌলতপুর জুট মিলের প্রকল্প প্রধান মো. সাজ্জাদ হোসেন বাংলানিউজকে জানান, শ্রমিকদের বকেয়া তিন সপ্তাহের মজুরির মধ্যে দুই সপ্তাহের মজুরি পরিশোধ করা হয়েছে।
খালিশপুর জুট মিলের প্রকল্প প্রধান শফিকুল ইসলাম জানান, শ্রমিকদের বকেয়া পাঁচ সপ্তাহের মজুরির মধ্যে দুই সপ্তাহের মজুরি দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে আরেক দফা মজুরি দেওয়া হবে। মিলের ২ হাজার ৩৯৮ জন শ্রমিক কাজে ফিরেছেন।
তবে এখনও খুলনার রাষ্ট্রায়ত্ত ক্রিসেন্ট, প্লাটিনাম, স্টার, ইস্টার্ন, আলিম ও যশোরের জেজেআই জুট মিলের উৎপাদন বন্ধ রয়েছে। বকেয়া মজুরি দাবিতে ২০১৭ সালের ২৮ ডিসেম্বর আটটি পাটকলের শ্রমিকরা উৎপাদন বন্ধ করে দিয়েছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
এমআরএম/ওএইচ/