বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে নীলফামারী সদর উপজেলার বিহারীপাড়া গ্রাম থেকে অর্ধগলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। জাহেদুল ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে।
এলাকাবাসী জানায়, জাহিদুল এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন। তিনি একটি মামলায় দীর্ঘদিন কারাগারে থাকার পর সম্প্রতি জামিনে বের হয়ে আসেন। বুধবার (১৭ জানুয়ারি) রাতে জাহিদুলের বাড়ি থেকে পচা গন্ধ আসলে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বাংলানিউজকে বলেন, বুধবার (১৭ জানুয়ারি) রাতে বিহারীপাড়া গ্রামে তার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি গলাকেটে বিছানায় লেপ দিয়ে মুড়িয়ে রাখা ও অর্ধগলিত অবস্থায় পাওয়া যায়। বিছানার পাশে একটি ধারালো অস্ত্রও পাওয়া যায়। তাকে কেউ হত্যা করেছে বলে ধারণা করছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
টিএ