বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) দিনব্যাপী ফেনী সদর উপজেলার বিভিন্ন স্থানে পরিচালতি হয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা বাংলানিউজকে জানান, ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের জাহানপুর গ্রামের পশ্চিম পাথার ও দড়িপাট্টা জমিতে গিয়ে দেখা যায় একের পর এক গর্ত।
এ সময় ইট প্রস্তুত করার জন্য কৃষি জমির মাটি ব্যবহার ও পরিবেশের ভয়াবহ বিপর্যয় ডেকে আনার অপরাধে মাটি উত্তোলনকারী আজিজুল হককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। তার কাছ থেকে জব্দ করা হয় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সক্যাভেটর মেশিন।
এছাড়াও অভিযান পরিচালনা করা হয় ধর্মপুরের মঠবাড়িয়ায় হাইওয়ের পাশে অবস্থিত ওপেল ব্রিকসে। এ সময় দেখা যায় যে, কৃষি জমির মাটি ব্যবহার করে ইট প্রস্তুত করছেন তারা। গত ১৭ জানুয়ারি ১৩ ট্রাক মাটি এখানে সরবরাহ করেছেন আজিজুল হক।
এছাড়াও ইটের সাইজ পরিমাপ করে প্রতিশ্রুত ১০ ইঞ্চি ১ সুতার জায়গায় প্রতি ইটে ৫ ইঞ্চি মাপে কম পাওয়া যায়। এ সময় ওপেল ব্রিক ফিল্ডের ম্যানেজার নাজমুল ইসলাম ফরহাদকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনার সময় শর্শদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম ভূইয়া ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
এসএইচডি/এমজেএফ