ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে অস্ত্র ও মাদক মামলায় যুবকের ২০ বছর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
টাঙ্গাইলে অস্ত্র ও মাদক মামলায় যুবকের ২০ বছর কারাদণ্ড

টাঙ্গাইল: টাঙ্গাইলে অস্ত্র ও মাদক আইনে দুইটি পৃথক মামলায় আব্দুল্লাহেল কাফি (২৮) নামে এক যুবককে ২০ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৫ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউল হাসান এ দণ্ড দেন। এসময় তাকে অস্ত্র আইনে ১০ বছর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

আব্দুল্লাহেল কাফি কালিহাতী উপজেলার বল্লা গ্রামের মালেক মিয়ার ছেলে।

টাঙ্গাইল কোর্ট পরিদর্শক অনোয়ারুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, আব্দুল্লাহেল কাফিকে ২০১৬ সালের জুনে একটি পিস্তল এবং ১৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে এ ঘটানায় কালিহাতী থানায় পৃথক দুইটি মামলা করা হয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) আলমগীর খান মেনু।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।