বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এরআগে বিকেলে তাকে মারধর করা হয়।
মোস্তফা নাটোরের লালপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত হজরত আলীর ছেলে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহারিয়ার খান বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
নিহতের স্বজনদের অভিযোগ, তিন মাস আগে মোস্তফা পাশের গ্রাম বড়াইগ্রাম উপজেলার পাঁচবাড়িয়ার সুদের ব্যবসায়ী গৌতম মেকারের কাছ থেকে শতকরা ২০ টাকা হার সুদে ৬ হাজার করে দুইবারে ১২ হাজার টাকা নেন। সময়মত সে টাকা ফেরত দিতে না পারায় বিকেলে গৌতম মেকার ও তার কর্মচারী সবুজ মিলে মোস্তফাকে কয়েন বাজার এলাকায় বেধড়ক মারধর করেন। পরে স্থানীয়রা তাকে ভ্যানে করে তার বাড়িতে পৌঁছে দেয়। বাড়ি থেকে বনপাড়ার একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে তাকে রাজশাহী হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৭টায় তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
টিএ