বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় নাটোরের সিংড়া পৌরসভার সম্মেলন কক্ষে উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফ।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনসহ সকল নিবার্চন ও আন্দোলনে উপজেলা যুবলীগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আগামী একাদশ জাতীয় সংসদ নিবার্চনেও তেমন ভূমিকা পালন করতে হবে। এ জন্য যুবলীগকে আরও গতিশীল ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে।
পলক স্থানীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, যদি কোনো প্রভাবশালী নেতা দুর্নীতি করে, বয়স্ক ভাতা কার্ড বা পল্লী বিদ্যুৎ দেওয়ার নাম করে টাকা নেয়। তিনি যত বড় নেতা বা চেয়ারম্যান হোন না কেন- তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক কামরুল হাসান কামরান, পৌর যুবলীগ সভাপতি সোহেল তালুকদার প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৪৫১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
জেআইএম/এমএইউ/