শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে বেনাপোল চেকপোস্ট কাস্টমস এলাকা থেকে ওই যাত্রীর শরীর তল্লাশি করে ওই রুপি পাওয়া যায়।
আটক যাত্রী শরিয়তপুরের জয়নগর সদর এলাকার আফসার ইসলামের ছেলে।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, তাদের কাছে গোপন খবর আসে এক যাত্রী ভারত থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। পরে ওই যাত্রী কাস্টমস তল্লাশি কেন্দ্র পার হয়ে বের হওয়ার পথে শুল্ক গোয়েন্দা সদস্যরা তার শরীর তল্লাশি করে। এসময় তার পায়ের সঙ্গে বেধে রাখা অবস্থায় ৩ লাখ ৫৬ হাজার রুপি পাওয়া যায়।
কাস্টমস গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ কবীর হোসেন আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, আটক যাত্রীর বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
এজেডএইচ/এসএইচ