প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে চুনারুঘাট কালেঙ্গার রাজলক্ষ্মী, ২য় স্থান মাধবপুর উপজেলার মানিকচান ও ৩য় স্থান অধিকার করে চুনারুঘাট উপজেলার নালমুখা গ্রামের উড়ালপঙ্খি নামক ঘোড়া।
প্রথম স্থান অধিকারী ঘোড়া একটি ফ্রিজ, ২য় স্থান অধিকারী একটি রঙিন টেলিভিশন এবং ৩য় স্থান অধিকারী ঘোড়া একটি মোবাইল ফোন পায়।
এতে মৌলভীবাজার, শ্রীমঙ্গল, ব্রাহ্মণবাড়িয়া এবং মাধবপুরসহ হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে ঘোড়া অংশ নেয়।
বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যরিস্টার সায়েদুল হক সুমন।
বিশেষ অতিথি ছিলেন-সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ইত্তেফাকের সিলেট ব্যুরো প্রধান আহসান হাবীব, চুনারুঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান হোসাইন আলী রাজন, শানখলা ইউনিয়ন আওয়ামী লীগ সেক্রেটারি এখলাছুর রহমান, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, সেক্রেটারি খন্দকার আলাউদ্দিন, হবিগঞ্জ পৌর ছাত্রলীগ সভাপতি ফয়জুর রহমান রবিন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ১৯ জানুয়ারি, ২০১৮
আরএ