শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের পূর্ব জামকান্দি জামে মসজিদ প্রাঙ্গণে তাকে দাফন করা হয়।
এদিকে এ ঘটনায় ১৬ জনকে আসামি করে জুড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বাংলানিউজকে জানান, রাষ্ট্রীয় মর্যাদায় ইয়াছিন মিয়ার দাফন সম্পন্ন করেছে প্রশাসন।
তিনি আরও জানান, এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, বুধবার (১৭ জানুয়ারি) পরকিয়ায় বাধা দেওয়াকে কেন্দ্র করে জামকান্দি গ্রামের জমির নামে এক ব্যক্তি ও তার পক্ষের লোকজনের সঙ্গে চা শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় চা শ্রমিকদের হামলায় গুরুতর আহত হন মুক্তিযোদ্ধা ইয়াছিন মিয়া। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।
** মৌলভীবাজারে দু’পক্ষের সংঘর্ষে মুক্তিযোদ্ধা নিহত
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
আরবি/