ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চুনারুঘাটে নারী নির্যাতন ও অপহরণ মামলার আসামি আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
চুনারুঘাটে নারী নির্যাতন ও অপহরণ মামলার আসামি আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আসামপাড়া সড়কের জারুলিয়া বাজার থেকে নারী নির্যাতন ও অপহরণ মামলার আসামি নুরুজ্জামানকে (৩০) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক বিমান চন্দ্র কর্মকার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, দুপুরে তার নেতৃত্বে জারুলিয়া বাজারে অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা তাকে আটক করে।

নুরুজ্জামান উপজেলার জারুলিয়া গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে। তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান বাংলানিউজকে জানান, নুরুজ্জামানের বিরুদ্ধে থানায় নারী নির্যাতন ও অপহরণ মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।