শনিবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাস বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, চুরির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন- অধ্যাপক এজেডএম মঞ্জুর রশিদ, প্রক্টর জহির উদ্দিন আহমেদ এবং সিরাজুন্নেছা চৌধুরী হল প্রভোস্ট শরিফা ইয়াসমিন।
প্রয়োজনে কমিটির সদস্য সংখ্যা বাড়ানো হবে বলেও জানান তিনি।
শনিবার ভোরে বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলে চুরির ঘটনায় অর্থনীতি বিভাগের দুই জন, জিনপ্রকৌশল বিভাগের দুই জনসহ মোট পাঁচ ছাত্রীর চারটি ল্যাপটপ ও দুইটি মোবাইল ফোন খোয়া গেছে।
এ ঘটনায় হলের অভ্যন্তরীণ কেউ জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
টিএ