ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শাবিপ্রবিতে চুরির ঘটনায় তদন্ত কমিটি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
শাবিপ্রবিতে চুরির ঘটনায় তদন্ত কমিটি

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলে চুরির ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাস বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চুরির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া এ ঘটনায় জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কমিটির সদস্যরা হলেন- অধ্যাপক এজেডএম মঞ্জুর রশিদ, প্রক্টর জহির উদ্দিন আহমেদ এবং সিরাজুন্নেছা চৌধুরী হল প্রভোস্ট শরিফা ইয়াসমিন।

প্রয়োজনে কমিটির সদস্য সংখ্যা বাড়ানো হবে বলেও জানান তিনি।

শনিবার ভোরে বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলে চুরির ঘটনায় অর্থনীতি বিভাগের দুই জন, জিনপ্রকৌশল বিভাগের দুই জনসহ মোট পাঁচ ছাত্রীর চারটি ল্যাপটপ ও দুইটি মোবাইল ফোন খোয়া গেছে।

এ ঘটনায় হলের অভ্যন্তরীণ কেউ জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।