ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের বিশেষ দূত 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের বিশেষ দূত 

কক্সবাজার: মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মুখে নির্যাতনের কথা শুনলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার বিশেষ দূত ইয়াং হি লি। শনিবার (২০ জানুয়ারি) বেলা ১১টার দিকে কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া মৌচনির রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন তিনি।

পরে তিনি দুপুর দেড়টার দিকে টেকনাফের হোয়াইক্যং উনচিপ্রাং রোহিঙ্গা শিবির (পুতিন পাহাড়) পরিদর্শন করেন।

এর আগে সকাল ৯টার দিকে কক্সবাজারের টেকনাফের দমদমিয়া নেচার পার্কে মিয়ানমার থেকে পালিয়ে আসা ১৬ জন নারী ও পুরুষের সঙ্গে বৈঠক করেন তিনি।

এসময় তাদের ওপর নির্যাতনের কথা শোনেন ইয়াং হি লি।  

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও ক্যাম্পে নিয়োজিত আন্তর্জাতিক দাতা সংস্থার কর্তকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।  

ইয়াং হি লি গত বুধবার (১৭ জানুয়ারি) রাতে ঢাকায় পৌঁছান এবং শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে তিনি কক্সবাজার যান।  

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।