শনিবার (২০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘আনা ফ্রাংক- এ হিস্ট্রি ফর টুডে’ শীর্ষক এক প্রদর্শনী অনুষ্ঠানের ফাঁকে সংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিমত প্রকাশ করেন।
গত ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়ন শুরু হলে সেখান থেকে প্রাণভয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় ৭ লাখ রোহিঙ্গা।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে চুক্তি এ বছরের সবচেয়ে বড় সাফল্য। নির্দিষ্ট সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে।
আসন্ন নির্বাচন এই প্রত্যাবাসন ব্যাহত করবে কি-না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রত্যাবাসনে কোনোভাবেই সমস্যা হবে না নির্বাচন। নির্দিষ্ট সময়ে শুরু হয়ে ঠিকভাবে শেষ হবে এ প্রক্রিয়া।
এর আগে প্রদর্শনীর উদ্বোধনকালে মন্ত্রী বলেন, হিটলারের হুইদি নিধনযজ্ঞকালে বলি হওয়া জার্মান কিশোরী আনা ফ্রাংকের জীবনী শান্তিপ্রিয় মানুষের জন্য আজও অনুসরণীয়, বিশেষ করে শিশু-কিশোর-যুবাদের জন্য। একাত্তরে বাংলাদেশের রক্তাক্ত স্বাধীনতাযুদ্ধে ছোটরাও আনার মতো ভয়ানক অবর্ণনীয় কষ্ট সহ্য করেছিল।
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
কেজেড/এইচএ/
** একাত্তরে এদেশের ছোটরাও আনা ফ্রাংকের মত কষ্ট সয়েছিল