শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘দ্য প্রেজেন্ট সিভিল সার্ভিস সিস্টেম ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি মন্তব্য করেন।
আকবর আলী খান বলেন, বাংলাদেশ থেকে এ মুহূর্তে নিয়োগে কোটা ব্যবস্থা তুলে দেওয়া উচিত।
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ পদ্ধতিতে অসঙ্গতি রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের জন্য কোটা সিস্টেম চালু হয়েছিল, কারণ তাদের অবস্থা তখন খারাপ ছিল। এখন মুক্তিযোদ্ধার নামে যে কোটা দেওয়া হয় তা নিতান্তই অমূলক।
কোটাকে অনেকেই ‘খারাপ, ভালো নয়, বাদ দেওয়া উচিত’ বললেও এর বেশি কিছু বলেন না। পাবলিক সার্ভিস কমিশনে ২৫৭টি কোটা রয়েছে। পৃথিবীর কোনো দেশেই এমন উদ্ভট সিস্টেম চালু নেই বলে জানান ড. আকবর আলী খান।
শনিবার বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ এ সেমিনারের আয়োজন করে। এতে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
এসকেবি/এইচএমএস/এসআরএস