ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৩ শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে বরিশালে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
৩ শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে বরিশালে মানববন্ধন বিভিন্ন দাবিতে বরিশালে মানববন্ধন। ছবি: বাংলানিউজ

বরিশাল: স্কুলছাত্র আবির, সালেহ ও কলেজছাত্রী সাথী হত্যার বিচার, বস্তিবাসী ভূমিহীনদের সন্ত্রানদের স্কুল-কলেজের বেতন মওকুফসহ বিভিন্ন দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ জানুয়ারি) সকাল ১১টার দিকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা শাখার উদ্যোগে ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন আয়োজন করা হয়।

বরিশাল নগরের সদরোডস্থ অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধনে জেলা সভাপতি সন্তু মিত্র’র সভাপতিত্ব করেন।

এতে বক্তব্য রাখেন সমাজতান্তিক দল বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তি, হাসিবুল ইসলাম, মতিউর রহমান রিমন, সাইফুল ইসলাম খান, জোহরা বেগম প্রমুখ।

মানববন্ধনে বক্তরা স্কুলছাত্র আবির, সালেহ ও কলেজছাত্রী সাথী হত্যার বিচার, বস্তিবাসী ভূমিহীনদের সন্ত্রানদের স্কুল-কলেজের বেতন মওকুফ, প্রশ্নপত্র ফাঁস বন্ধ করা, কোচিং বাণিজ্য বন্ধের দাবি জানায়।

মানববন্ধন শেষে একটি মিছিল বের করা হয়, যা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে জেলা প্রশাসক বরাবর তিনদফা দাবি সংবলিত স্মারকলিপি পেশ করা হয়।

বাংলা‌দেশ সময়: ১৪০৯ ঘণ্টা, জানুয়া‌রি ২১, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।