ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাবির সার্টিফিকেট জালিয়াতিতে ব্যাংক কর্মকর্তা থানায়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
ঢাবির সার্টিফিকেট জালিয়াতিতে ব্যাংক কর্মকর্তা থানায়

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সার্টিফিকেট জালিয়াতির অভিযোগে একটি বেসরকারি ব্যাংকের একজন কর্মকর্তাকে শাহবাগ থানায় সোপর্দ হয়েছে।

রোববার (২১ জানুয়ারি) দুপুরে তাকে ওই থানায় সোপর্দ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সূত্র জানায়, মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার কমল কৃষ্ণ পাল দীর্ঘ আট বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট তৈরি করে চাকরি করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না হয়েও তিনি হুবহু বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট তৈরি করে। এর সঙ্গে জড়িত চক্রকে ধরার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে শাহবাগ থানায় সোপর্দ করে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাংলানিউজকে জানান, একজনকে থানায় দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
এসকেবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।