ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ লাখ টাকা খোয়া

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ লাখ টাকা খোয়া

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে শাহজাহান মাহমুদ (৩৫) নামের এক কর্মকর্তার ৫ লাখ টাকা খোয়া গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার (২১ জানুয়ারি) বেলা ৩টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি মহাখালীতে অবস্থিত চিটাগং ডেনিম মিলস লিমিটেডের সিনিয়র একাউনটেন্ট হিসেবে কর্মরত রয়েছেন।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মনির আলম জানান, গুলশানে ব্যাংক থেকে টাকা তুলে বেলা দেড়টার দিকে শাহজাহান অফিসের উদ্দেশে বের হন। পরে বাসের লোকজনের কাছ থেকে মোবাইল ফোনের মাধ্যমে খবর পেয়ে মোহাম্মদপুর শিয়া মসজিদ সংলগ্ন আলিফ বাস কাউন্টারে গিয়ে একটি বাস থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ব্যাংক থেকে একটি মেসেজের মাধ্যমে আমারা জানতে পেরেছি, শাহজাহান ব্যাংক থেকে ৫ লাখ ২০ হাজার টাকা তুলেছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, অচেতন অবস্থায় শাহজাহানকে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
এজেডএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।