রোববার (২১ জানুয়ারি) উপজেলার বৈইলার কান্দী, নোয়াপাড়া ও গোপালদী এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, প্রায় ১০টি কুকুর নোয়াপাড়া ও বৈইলারকান্দী গ্রামের বাসিন্দাদের আক্রমণ করে।
আহতদের মধ্যে নুসরাত (৮), ফজিলা বেগম (৩৫), মরিয়াম (৬), ফরিমা বেগম (৫৫), ফাহিম (৩৫), আবুল হাসান (৪০), মুসাফিক (৯), মানছুর (৩৪), শাওন (৮), জ্যোতি মণ্ডল (৪) ও মহিমাকে (৮) আড়াইহাজার স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিব ইসমাইল ভুঁইয়া জানান, আমরা কুকুরের কামড়ের ভ্যাকসিনের ব্যবস্থা করেছি। কাউকে ঢাকা যেতে হয়নি। বেশ কিছুদিন ধরেই আড়াইহাজার উপজেলায় কুকুর ও শিয়ালের উপদ্রবে রোগীরা বেশি ভর্তি হচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
আরআর