ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভেজাল খাবার তৈরির দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
ভেজাল খাবার তৈরির দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ঢাকা: নিম্নমানের খাবার তৈরি ও বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানের কাছ থেকে ৮ লাখ টাকা জরিমানা আদায় করেছে ডিএসসিসি (ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন) কর্তৃপক্ষ।

রোববার (২১ জানুয়ারি) ডিএসসিসি নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিম্নমানের ভেজাল খাদ্য তৈরি ও বিক্রির দায়ে অঞ্চল ৪-এর আওতাধীন আবুল হাসনাত রোডের মি. বেকার কেক ও পেস্ট্রি শপ লিমিটেডের মালিক মোহাম্মদ আমীন উল্লাহকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

অঞ্চল-২ এর উত্তর কমলাপুর এলাকার নিউ সামিয়া হোটেল ও রেস্টুরেন্টের মালিক সাইফুদ্দীন আহমেদ ও মো. ফারুক হোসেনকে একই অপরাধে পৃথক পৃথকভাবে ৪ লাখ টাকা করে দুই প্রতিষ্ঠানকে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়।


 
স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং বিশুদ্ধ খাদ্য আদালত-১ এর বিচারক মো. মাহবুব সোবহানী বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠান দু’টিকে জরিমানা করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
এসএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।