রোববার (২১ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ‘এ’ ব্লকের দ্বিতীয়তলার অডিটোরিয়ামে সন্ধানী ফাউন্ডেশনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. হাবিবে মিল্লাত এমপি।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা।
সম্মেলনে সভাপতিত্ব করেন সন্ধানী ফাউন্ডেশন অ্যাডহক কমিটির সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।
আরো উপস্থিত ছিলেন- সন্ধানী ফাউন্ডেশন অ্যাডহক কমিটির সহ সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, সহ সভাপতি অধ্যাপক ডা. একেএম সালেক, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. কামরুজ্জামান মণ্টা, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, সাংগঠনিক সম্পাদক ডা. তারিক রেজা আলী টুটুল প্রমুখ।
পরে উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান সন্ধানীর সকল সদস্যদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
টিএ