রোববার (২১ জানুয়ারি) রাতে ডিএমপির সহকারী কমিশনার (এসি) সুমন কান্তি চৌধুরী বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
এসি সুমন কান্তি চৌধুরী জানান, রাত সাড়ে আটটায় শিক্ষা মন্ত্রণালয়ের রিসিভ ও ডেসপাস শাখার উচ্চমান সহকারী মো. নাসির উদ্দিনকে এক লাখ ত্রিশ হাজার টাকাসহ গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়।
অপর এক অভিযানে, লেকহেড স্কুলের মালিক খালেদ হাসান মতিনকে গুলশান এলাকা হতে গ্রেফতার করার কথাও নিশ্চিত করেছেন এসি সুমন কান্তি চৌধুরী।
বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
পিএম/ওএইচ/
** শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা নিখোঁজ
** লেকহেড স্কুলের 'নিখোঁজ' মালিক ডিবির হাতে
** নিখোঁজ নাসিরের সর্বশেষ অবস্থান ছিলো বনানী