ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রংপুরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
রংপুরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

রংপুর: রংপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রজব আলী (৩৫) নামে আন্ত‍ঃজেলা ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন।

সোমবার (২২ জানুয়ারি) ভোরে নগরীর মর্ডান তামপাট ইউসেফ স্কুল মোড়ে এ ঘটনা ঘটে। রজবের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার দুর্গাপুর গ্রামে।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) সাইফুর রহমান বাংলানিউজকে জানান, ভোরে নগরীর মর্ডান তামপাট ইউসেফ স্কুল মোড়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান রজব। এসময় তার সঙ্গীরা পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তল ও দেশি অস্ত্র উদ্ধার করেছে।

নিহত রজবের বিরুদ্ধে গাইবান্ধা জেলার বিভিন্ন থানায় হত্যা ও ডাকাতিসহ ১২টি মামলা রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮, আপডেট: ১৩১৭ ঘণ্টা
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।