ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাধবপুরে চোরাই কাঠ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
মাধবপুরে চোরাই কাঠ জব্দ জব্দ করা কাঠ

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক হাজার ১৩৬ সিএফটি চোরাই কাঠ জব্দ করেছে বন বিভাগ।

রোববার (২১ জানুয়ারি) সন্ধ্যা থেকে সোমবার (২২ জানুয়ারি) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে মাধবপুর উপজেলার সুরমা ও বৈকণ্ঠপুর চা বাগান থেকে এই কাঠ জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন রঘুনন্দন রেঞ্জের সহকারী বন সংরক্ষক আব্দুল্লাহ আল মামুন।

এ সময় মাধবপুর থানা পুলিশ সঙ্গে ছিল।

আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে জানান, পাচারকারীরা বন থেকে আকাশমনি ও মেন্ডিয়াম জাতের কাঠ কেটে পাচার করছিল। খবর পেয়ে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এক হাজার ১৩৬ সিএফটি চোরাই কাঠ জব্দ করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে পাচারকারীরা আগেই পালিয়ে গেছে। জব্দকৃত কাঠের মূল্য পাঁচ লক্ষাধিক টাকা।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।