সোমবার (২২ জানুয়ারি) দুপুরে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পাশে রাজধানী উচ্চ বিদ্যালয়ের সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শনে এসে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গোয়েন্দারা যখন কাউকে গ্রেফতার করে, তখন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে।
রোববার (২১ জানুয়ারি) মোহাম্মদপুরের বছিলা থেকে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ‘নিখোঁজ’ মোতালেব হোসেনকে এবং গুলশান থেকে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা রিসিভ ও ডেসপাস শাখার উচ্চমান সহকারী মো. নাসির উদ্দিনকে এক লাখ ত্রিশ হাজার টাকাসহ গ্রেফতার করে ডিবি। তারও আগে ‘নিখোঁজ’ হওয়া লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হাসান মতিনকে গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
এসজেএ/জিপি