হঠাৎ এই পরিবর্তনে কিছু বিপত্তিও ঘটছে লোকজনের মধ্যে। দীর্ঘদিন ধরে ডেকে আসা নাম কি আর এতো সহজে ভোলা যায়! না ভুলতেই বাজারের বিভিন্ন স্থানে স্থানে টাঙানো হয়েছে ব্যানার, সাইনবোর্ডসহ রঙ বেরঙয়ের ঝাণ্ডা।
জানা যায়, প্রায় ৫০ বছর আগে পটুয়াখালীর চরমোন্তাজ ইউনিয়নের চরলক্ষ্মী এলাকার এই বাজারটির নামকরণ করা হয়েছিল ‘চরমণ্ডল বাজার’ হিসেবে। সেসময় এলাকার ‘মণ্ডল’ বাড়ির নাম অনুসারে বাজারটির নাম রাখা হয়। তবে এখন আর সেই বাড়ির অস্তিত্ব নেই।
কয়েক মাস আগেই স্থানীয়দের মধ্যে এ নামটি নিয়ে বিবাদ সৃষ্টি হলে পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করা হয়।
নতুন নামটি জানান দিতেই বাজারজুড়ে লাগানো হয়েছে রঙ-বেরঙয়ের ঝাণ্ডা। সাধারণ মানুষের চোখে সহজেই যেন নতুন নামটি পড়ে, সেজন্যই টাঙানো হয়েছে ‘মুসলিম বাজার চরলক্ষ্মী’ সাইনবোর্ড। বাজারে লাল, নীল, হলুদ নিশানাগুলো দেখলে মনে হবে যেন কোনো অনুষ্ঠানের আয়োজন। কিন্তু আসলে তা নয়।
বাজারের ব্যবসায়ীরা বাংলানিউজকে জানান, গত ৫ জানুয়ারি স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের উদ্যোগে চরমণ্ডল বাজারের নাম পরিবর্তন করে ‘মুসলিম বাজার চরলক্ষ্মী’ রাখা হয়েছে। নতুন নামটি প্রচারের জন্য তারা বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহণ করেছে।
উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হানিফ মিয়া বলেন, ‘নাম পরিবর্তনের কথা শুনেছি। কাগজে কলমে ওই বাজারের নাম এখনো 'চরমণ্ডলই' আছে। নাম পরিবর্তনের সময় আমাকে না ডাকায়, এর কারণ সঠিকভাবে আমার জানা নেই। ’
বাংলাদেশ সময় ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
এমএস/এমএসএ/এএটি