ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে ক্ষুদে শিক্ষার্থীদের রং-তুলিতে মুক্তিযুদ্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
কুড়িগ্রামে ক্ষুদে শিক্ষার্থীদের রং-তুলিতে মুক্তিযুদ্ধ ছবি আঁকছে শিশুরা-ছবি-বাংলানিউজ

কুড়িগ্রাম: কচি হাতে নিজ মনে কেউ আঁকছে শহীদ মিনার, কেউ গ্রামবাংলার অপরূপ দৃশ্য, আবার কেউ মুক্তিযুদ্ধের নানা দৃশ্যপট। কুড়িগ্রামের ক্ষুদে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার চিত্র এটি।  

সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় কুড়িগ্রাম সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেনসহ ১০টি বিদ্যালয়ের ৪১ জন ক্ষুদে শিক্ষার্থী তিনটি গ্রুপে বিষয়ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়।

সোমবার (২২ জানুয়ারি) বিকেলে জেলা শহরের অ্যাডভান্স প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মেহেদুল করিম।

 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস কুড়িগ্রামের কর্মসূচি ব্যবস্থাপক আব্দুল গনি, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, শিক্ষক আলতাফ হোসেন, অনন্ত কুমার দেব, আসাদুজ্জামান সরকার প্রমুখ।

পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও আরডিআরএস বাংলাদেশ-এর সহযোগিতায় আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
এফইএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।