সোমবার (২২ জানুয়ারি) দুপুরে পাথরঘাটা প্রেসক্লাবে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন এফবি আফসানা ট্রলারের মালিক সেলিম ফরাজী, এফবি তানিয়ার মালিক আবদুল খালেক শিকদার ও এফবি বিসমিল্লাহর মালিক সিদ্দিক জমাদ্দার।
তাদের অভিযোগ, রোববার (২১ জানুয়ারি) রাতে তাদের তিনটি মাছধরা ট্রলার সাগরে ঘন কুয়াশার কারণে দিক হারিয়ে ফেলায় মান্দারবাড়িয়ার কালিয়ারচর এলাকায় ঢুকে পড়ে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বিষয়টি বরগুনা জেলা পুলিশ সুপারকে জানানো হয়েছে। তিনি দ্রুত বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন।
বাংলাদেশ নৌপুলিশের মহাপরিচালক মো. মারূফ হাসান বলেন, আসলে নৌপুলিশ সদস্যরা আটক করেছে কি না খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট এলাকার নৌপুলিশকে দ্রুত জেলেদের উদ্ধার করার নির্দেশ দেয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
এসআই