ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দাউদকান্দিতে পুলিশের সঙ্গে দস্যুদের বন্দুকযুদ্ধ, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
দাউদকান্দিতে পুলিশের সঙ্গে দস্যুদের বন্দুকযুদ্ধ, আটক ১

কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি উপজেলায় পুলিশের সঙ্গে দস্যুদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর পাইপগানসহ শাওন (২০) নামে একজনকে আটক করা হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার নূরপুর গ্রামের গোমতী নদীতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। শাওন উপজেলার গোপচর গ্রামের লেয়াকত আলী ব্যাপারীর ছেলে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় গোমতী নদীতে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে তারা পালিয়ে যাওয়ার সময় শাওনকে আটক করা হয়। পরে ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও একটি পিস্তলসহ বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ০২৫১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।