মঙ্গলবার (২৩ জানুয়ারি) দিনগত রাত ২টার দিকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দু'টি কিরিচসহ ( ধারালো ছুরি) বালুখালী ক্যাম্পে তাদেরে আটক করা হয়। আটককৃতরা হলেন- নুর মোহাম্মদ (৩০) ও আতাউর রহমান (১৬)।
র্যাব সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামিরা ইউসুফ মাঝি খুনের সঙ্গে জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছেন। আদর্শগত অমিল ও নীতিগত পার্থক্যের কারণেই ইউসুফকে হত্যা করা হয়েছে। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ইউসুফের সঙ্গে তাদের বিরোধ চলছিল।
র্যাব ৭ এর কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর রুহুল আমিন বাংলানিউজকে জানান, নিহত ইউসুফ প্রত্যাবাসনের মাধ্যমে তার স্বদেশ রাখাইনে ফিরে যেতে সম্মত ছিলেন। অন্যান্য রোহিঙ্গারাও যাতে স্বদেশ ফিরে যেতে সম্মত হন সেজন্য তিনি কাজ করেছিলেন। কিন্তু হত্যাকারীরা রাখাইনে ফিরে যেতে রাজি নয়। তারা ইউসুফকে রাখাইনে ফিরে যাওয়ার কথা বলতে নিষেধ করেন। কিন্তু ইউসুফ তাদের কথা মানতে রাজি হননি। একারণেই ((২০ জানুয়ারি) তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করা হয়। এর অভিযোগে তাদের আটক করা হয়েছে।
তিনি আরো বলেন, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে উখিয়া থানার সোপার্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, জানুুয়ারি ২৪, ২০১৮
টিটি/এএটি