হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে একটি চোরাই মোটরসাইকেল, ৪৭ বোতল ভারতীয় মদ এবং দুই বোতল বিয়ার জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
বুধবার (২৪ জানুয়ারি) ভোরে মাধবপুর ও চুনারুঘাট উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আছাদুদ-জামান চৌধুরী বাংলানিউজকে জানান, মাধবপুর উপজেলার মনতলা সীমান্ত ফাঁড়ির নায়েক সঈদ আহমেদ অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেল জব্দ করেন।
যার আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা। এছাড়া, ধর্মঘর সীমান্ত ফাঁড়ির হাবিলদার সোহেল আহমেদসহ বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৩৭ বোতল ভারতীয় মদ এবং বাল্লা সীমান্ত ফাঁড়ির কমান্ডার সুবেদার আজিম উদ্দিনসহ বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় মদ এবং দুই বোতল বিয়ার জব্দ করেন।
জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ৭১ হাজার টাকা। অভিযানকালে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২৪২০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।