বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে তাদের গ্রেফতার করা হয়।
এর আগে মঙ্গলবার (২৩ জানুয়ারি) দেলুর মা সেলিনা বেগম বাদী হয়ে এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
গ্রেফতার আসামিরা হলেন- পুলিশ লাইনের কেতাবনগর চৌধুরী কমপ্লেক্সের সুমন মিয়ার বাড়ির ভাড়াটিয়া কাচ্চু মিয়ার ছেলে মানিক (২১), ইসদাইরের পাটোয়ারীর বাড়ির ভাড়াটিয়া বদিরুদ্দিনের ছেলে মতিউর রহমান (২০) ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নারী কাউন্সিলর বিভা হাসানের গাড়িচালক রহমান (২৮)।
পলাতক দুই আসামি হলেন- গাড়ি চালক রহমানের ভাগিনা শুভ (২০) ও মিরাজ (২২)।
অভিযোগে উল্লেখ করা হয়, আসামিরা আরও ৫-৬ জন ১ নম্বর টার্মিনাল ঘাটে মাদক কেনাবেচা করে আর তাতে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়েই হত্যার উদ্দেশ্যে ছুরিসহ দেশিয় অস্ত্র নিয়ে মঙ্গলবার বিকেলে দেলুকে আক্রমণ করে। এ সময় দেলুর পায়ের রগ কেটে ফেলে আসামিরা। দেলুর বোনের স্বামী রুবেল তাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও জখম করা হয়। এ সময় দেলুর পকেটে থাকা ২ হাজার টাকাও ছিনিয়ে নেয় আসামিরা।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বাংলানিউজকে বলেন, অভিযোগ পাওয়ার পরই অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
জিপি