এর আগে ফ্যাশন স্কয়ারে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়। এছাড়াও অধ্যক্ষ নজরুল ইসলাম ডিগ্রি কলেজ, বেগম রহিমা ইসলাম ডিগ্রি কলেজ, নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজ ও রসুলপুর-এওয়াজপুর মৈত্রী সেতুর উদ্বোধন করেন তিনি।
তার সফর সঙ্গী হিসেবে রয়েছে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলসহ প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকতারা।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে কুকরি-মুকরিতে তিনি ইকোপার্ক উদ্বোধন করবেন।
এদিকে ২২৫ ফুট উঁচু ও ১৮ তলা বিশিষ্ট জ্যাকব টাওয়ারটি উদ্বোধনের মধ্য দিয়ে দেশের পর্যটন বিকাশে ভূমিকা রাখার পাশাপাশি চরফ্যাশনকে সারাদেশের সঙ্গে পরিচিত করে তুলবে বলে মনে করছেন এলাকাবাসী।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ২৪ জানুয়ারি, ২০১৮
আরএ