মৌলভীবাজার: মৌলভীবাজারে হত্যা মামলায় আছিদ মিয়া (৪৫) নামে এক আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে এ দণ্ড দেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ রফিকুল ইসলাম।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) কৃপাসিন্ধু দাশ বাংলানিউজকে জানান, কমলগঞ্জ উপজেলার কাটাবিল গ্রামের মদরিছ মিয়াকে হত্যার দায়ে আছিদ মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
এ মামলায় ছয় আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। এছাড়া এক আসামির মৃত্যু হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
টিএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।