বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে শহরের টাউন ফুটবল মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মাহবুবুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রাজ্জাক প্রমুখ।
দেশীয় তাঁতের পণ্য ও হাতে তৈরি বিভিন্ন দ্রব্যের উৎপাদন এবং বাজারজাত প্রক্রিয়াকে প্রসারিত করেতেই মূলত এ ধরণের আয়োজন করেছে গণ চেতনা ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসন।
মেলায় ৮১টি স্টলের মধ্যে তাঁত, হস্তশিল্প ও বস্ত্রের স্টলের পাশাপাশি শিশুদের খেলনা, বিনোদন ও খাবারের দোকানও স্থান পেয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
টিএ