বুধবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টার দিকে বিবাদে জড়ান দু’জনে। এরা হলেন- আইসিইউতে দায়িত্বরত আনসার সদস্য সাইফুল ইসলাম ও মিরপুর ১৪ পুলিশ লাইনের কনস্টেবল মাহাবুবুল আলম।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, মিরপুর ১৪ পুলিশ লাইনের কনস্টেবল মো. রুবেল অসুস্থ হয়ে ঢামেকে ভর্তি হন। সকালে রুবেলের অস্ত্রোপচার শেষে জরুরি বিভাগের চতুর্থতলায় পোস্ট অপারেটিভ কেয়ারে রাখা হয়।
তিনি বলেন, রোগীর খোঁজখবর নেওয়ার জন্য মাহাবুবুল আলম নামে আরেক পুলিশ কনস্টেবল ভেতরে প্রবেশ করতে চাইলে দায়িত্বরত আনসার সদস্য সাইফুল বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় হাতাহাতি হয়।
খবর পেয়ে শাহবাগ থানার পুলিশের কর্মকর্তারা ঢামেকে ছুটে যান বলেও জানান তিনি।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক রোগীর স্বজন বাংলানিউজকে বলেন, আনসার সদস্য সাইফুল অন্য রোগীর স্বজনদের কাছ থেকে ১০-২০ টাকা নিয়ে তাদের পোস্ট অপারেটিভ কেয়ারে ঢুকতে দেন। এ সময় টাকা নিয়েও রোগীর স্বজনদের ভেতরে ঢুকতে বাধা দেওয়ায় পুলিশ ও আনসার সদস্যর মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে দু’জনে হাতাহাতিতে জড়ান।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
এজেডএস/জিপি