ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া, এটি অর্জন করতে হয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া, এটি অর্জন করতে হয় বক্তব্য রাখছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

ভোলা: রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া, এটি অর্জন করতে হয়। তাই অন্যের ওপর নির্ভরশীল না হয়ে নিজের যা আছে তা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

ভোলার চরফ্যাশন উপজেলায় উপ-মহাদেশের সবচেয়ে বড় ওয়াচ টাওয়ার (টাওয়ারের নাম জ্যাকব টাওয়ার) উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

রাষ্ট্রপতি এসময় বলেন, বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনা খুবই উজ্জ্বল।

তবে, দেশের বিশাল জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করতে না পারলে সব উন্নয়ন ব্যর্থ হবে।  

উন্নয়ন সম্ভাবনা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি আরো বলেন, বাংলাদেশকে একটি উন্নত-সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে হলে সম্ভাবনাগুলোকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। এজন্য জনপ্রতিনিধি, উদ্যোক্তা, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনগণের সমন্বিত প্রয়াস প্রয়োজন।

এর আগে দুপুর ২টায় রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে তিনি তিনটি কলেজের উদ্বোধন শেষে সুধী সমাবেশে বক্তব্য রাখেন।  

চরফ্যাশন পৌরসভার মেয়র বাদল কৃষ্ণ দেবনাথের সভাপতিত্বে সমাবেশে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, রাষ্ট্রপতির ছেলে সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জ্যাকব টাওয়ার উদ্বোধন করার পর মোনাজাত করছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বর্তমান প্রজন্মকে গুণগত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ আরো বলেন, দেশকে অগ্রগতির পথে এগিয়ে নিতে হলে প্রতিটি নাগরিককে শিক্ষিত করে তুলতে হবে।  

তিনি বলেন, কৃষি ও মৎস্যখাতে নদী মাতৃক এ অঞ্চলের ঐতিহ্য দীর্ঘকালের। এ এলাকার পর্যটন সম্ভাবনা খুবই উজ্জ্বল। এ সম্ভাবনা কাজে লাগাতে সরকারের পাশাপাশি উদ্যোক্তা ও স্থানীয় জনসাধারণকে এগিয়ে আসতে হবে। পর্যটন শিল্পের বিকাশ নিশ্চিত করতে পর্যটকদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বাড়াতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে ওয়াচ টাওয়ারের মাধ্যমে পর্যটন শিল্পের বিকাশ ঘটেছে। সেই চিন্তাধারায় জ্যাকব টাওয়ার নির্মাণ একটি যুগান্তকারী পদক্ষেপ।  

প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, আপনাদের কাজের মাধ্যমে জনগণের প্রত্যাশা ও মতামতের প্রতিফলন ঘটাতে হবে। দায়িত্বপালনের ক্ষেত্রে সততা, নিষ্ঠা ও আন্তরিকতা বজায় রাখতে হবে।

বিকেলে হেলিকপ্টারে করে চরফ্যাশনের কুকরী-মুকরীতে গেছেন রাষ্ট্রপতি। রাতে তিনি কুকরী রেস্ট হাউজে থাকবেন। বৃহস্পতিবার সকালে তিনি ইকোপার্ক এবং দুপুরে স্বাধীনতা জাদুঘর উদ্বোধন করবেন।  

২২০ ফুট উঁচু ১৮ তলা বিশিষ্ট জ্যাকব টাওয়ার উদ্বোধনের মধ্যদিয়ে চরফ্যাশনবাসীর দীর্ঘদিনের আশা-প্রত্যাশা পূর্ণ হলো।  


বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।