ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার সমাপনী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
হবিগঞ্জে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার সমাপনী হবিগঞ্জে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার সমাপনী

হবিগঞ্জ: হবিগঞ্জে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে হবিগঞ্জ শিশু একাডেমিতে এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিশু একাডেমি এ প্রতিযোগিতার আয়োজন করে।

সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ২৩৭ শিশুর মধ্যে পুরস্কার দেওয়া হয়। এ সময় সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হবিগঞ্জের শিশু বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান বাংলানিউজকে জানান, জেলার নয়টি উপজেলার শিশুরা নাচ, গান, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, সাঁতার, দাবা খেলা ও ব্যাডমিন্টসহ ৩৬টি ইভেন্টে অংশ নিয়ে ২৩৭ জন বিজয়ী হয়। প্রতিটি ইভেন্টে বিজয়ী হওয়া প্রথম স্থান অধিকারী ৩৬ জন অংশ নেবে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায়।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।