ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে নতুন আইন ঝুঁকিপূর্ণ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে নতুন আইন ঝুঁকিপূর্ণ

সংসদ ভবন থেকে: ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে নতুন ব্যাংক আইন আরো ঝুঁকিপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।

বুধবার (২৪ জানুয়ারি) রাতে জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
 
ফজলে হোসেন বাদশা বলেন, নতুন ব্যাংক আইন করা হয়েছে।

এই আইনে ব্যাংকে পারিবারিককরণ করা হলো। ব্যাংকিং খাতে যেখানে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি উঠেছে, সেখানে এই আইনের মাধ্যমে আরো ঝুঁকি নিলাম আমরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ২০৪০ সালের আগেই উন্নত সমৃদ্ধ দেশ আমরা গড়ে তুলবো।  

তিনি বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমাদের যে সমস্ত ত্রুটি-বিচ্যুতি রয়েছে সেগুলো দূর করতে হবে। আমাদের সংবিধানে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, তাই কার্যক্রমে এমন কোনো ফাঁক আমরা রাখতে পারি না যাতে সমাজে বৈষম্যের চিত্র ফুটে ওঠে। এটা হলে মুক্তিযুদ্ধের চেতনার শক্তির প্রতি মানুষের অবিশ্বাস তৈরি হয়।
 
ফজলে হোসেন বাদশা বর্তমান রাজনীতির প্রসঙ্গ তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তখন বলেন সংবিধান ডাস্টবিনে ফেলে দিতে। যে নেত্রী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানকে ডাস্টবিনে ফেলে দিতে চান তিনি কোথাও পতিত হবেন আমরা সেটা অনুধাবন করতে পারি।  
***শীর্ষ ঋণ খেলাপিদের তালিকা দিলেন অর্থমন্ত্রী
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
এসএম/এসকে/এএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।