ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিবালয়ে নিখোঁজ থাকার ৬ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
শিবালয়ে নিখোঁজ থাকার ৬ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় থেকে নিখোঁজের ছয় দিন পর মাধব মন্ডল (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার শিমুলিয়া দুলাকান্দা এলাকার সরিষা ক্ষেতে এ মরদেহ পাওয়া যায়।

মাধব মন্ডল ওই এলাকার মৃত চাঁন কুমার মন্ডলের ছেলে।

তার ছেলে কার্তিক মন্ডল বাংলানিউজকে জানান, গত ছয় দিন ধরে তার বাবা নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর তাকে আর পাওয়া যায়নি। বুধবার সকালে বাড়ির পাশের একটি সরিষা ক্ষেতে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা হচ্ছে তাকে খুন করা হয়েছে। ময়না-তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।  

এ ব্যাপারে কার্তিক মন্ডল বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।