বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আইয়ুব আলী পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার আব্দুস সামাদের ছেলে।
শাজাহানপুর থানার ইন্সপেক্টর আবুল কালাম আজাদ বাংলানিউজকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্মাণাধীন পাওয়ার প্লান্টের ইটের প্রাচীরের পিলারের রডের সঙ্গে গলায় চাদর পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় ওই শ্রমিকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ বলা সম্ভব বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
এমবিএইচ/জিপি