বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভোড়ে নগরীর উত্তর মুন্সিপাড়া এলাকার সাবেক যুগ্ম-সচিব একেএম মর্তুজার ৩তলা বাড়ির দুই ভারাটিয়ার বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকায় অবস্থানরত সাবেক যুগ্ম-সচিব একেএম মর্তুজার ৩তলা ভবনের দ্বিতীয় তলায় পরিবারসহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. শরিফুল ইসলাম এবং নিচ তলায় কুড়িগ্রাম জেলার রাজারহাটে কর্মরত পরিবার পরিকল্পনার কর্মকর্তা নাজমুল হক খন্দকার ভাড়া থাকেন।
পরিবার পরিকল্পনার কর্মকর্তা নাজমুল হক খন্দকার বাংলানিউজকে বলেন, ডাকাত দল প্রথমে দ্বিতীয় তলার রান্না ঘরের জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে সবার হাত-মুখ বেঁধে নগদ ৯০ হাজার টাকা ও ১২ ভরি স্বর্ণালঙ্কার লুট করে। পরে নিচতলার ঘরের দরজা ভেঙে একই কায়দায় সবাইকে বেঁধে নগদ দুই লাখ টাকা, ৭ ভরি স্বর্ণালঙ্কার ও একটি মোটরসাইকেল নিয়ে সটকে পরে।
পরে বাড়ির লোকজনের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসে। পরে পুলিশকে খবর দিলে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বিষয়টি নিয়ে কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল মিয়া বাংলানিউজকে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছিন। এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
জিপি